দীপক চৌধুরী : সমালোচকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কিছু আসে যায় না। বেশি কথা বললে সব (বিদ্যুৎ প্রকল্প) বন্ধ করে দিলে আর বিদ্যুৎ পাবেন না।
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, গাড়িবহর নিয়ে যে লংমার্চ, সমাবেশ করছে, তার ফুয়েল (অর্থ) কোথা থেকে পাচ্ছেন? কে যোগান দিচ্ছে; অর্থ-কড়ি কোথা থেকে পাচ্ছেন?
রামপাল নিয়ে আন্দোলনকারীদের ইঙ্গিত করে তিনি বলেন, এরা কারা? এরা নিজেরা ভালো কিছু করতে পারে না, আবার কেউ ভালো কিছু করতে গেলে তাতে বাধা দেয়। বেশি কথা বললে, যদি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেই, কেউ বিদ্যুৎ পাবে না। অন্ধকারে থাকতে হবে। সব কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র যদি বন্ধ করে দেই…তাহলে কুপি বাতি জালিয়ে থাকতে হবে, হুমকির সুর শেখ হাসিনার কণ্ঠে। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীÑ এটা বড় কথা নয়, জাতির জনকের মেয়ে, বঙ্গবন্ধুর মেয়ে। এটাই আমার পরিচয়।