ইরেশ যাকের
দেশের নাটকের মান এখন অনেক ভালো। নাটকের মান একটা পর্যায়ে অনেক কমে গিয়েছিল। দশ বছর আগে একটা নাটকের যে বাজেট ছিল, সে তুলনায় এখনকার নাটকের বাজেট অনেক কম। সবকিছুর দাম বাড়ছে, কিন্তু কমছে নাটকের বাজেট। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সতর্কতার সঙ্গে নাটকের মান বাড়ানোর চেষ্টা করতে হবে। প্রচারের ক্ষেত্রে প্রোডাকশন বাজেটও ভালো হওয়া জরুরি।
পার্শ্ববর্তী দেশের টিভি চ্যানেল স্টার জলসার দিকে খেয়াল করলে দেখবেনÑ খুব বেশি নয়, দুই-তিনটি সিরিয়াল নিয়মিত চলে। ওরা সিরিয়াল বা নাটক প্রচারের ক্ষেত্রে ওই দুই তিনটি সিরিয়ালের ওপরই বেশি গুরুত্ব দেয়। অপরদিকে আমাদের টিভি চ্যানেলগুলোতে ৫ থেকে ৭টি সিরিয়াল থাকে। কোনোটার-ই কোনো মার্কেটিং নেই বললেই চলে। কারণ এত টেলিভিশন অনুষ্ঠান থাকে, সেখান থেকে কোনো একটা নাটক বা সিরিয়াল দেখতে হবে। এটার যদি প্রচার না থাকে তাহলে মানুষ বুঝবে কিভাবে প্রচারিত নাটকের গুরুত্ব? কখন প্রচার হয়, মানুষকে জানাতে হবে।
পৃথিবীর বিভিন্ন দেশে সাবান, শ্যাম্পুর বিজ্ঞাপনের মতো টেলিভিশন অনুষ্ঠানেরও বিজ্ঞাপন প্রচার করা হয়। তখন মানুষ জানে, ধারণা পায় সেই অনুষ্ঠান সম্পর্কে। আগ্রহ ও কৌতুহলী হয়ে ওঠে ওই অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের টিভি চ্যানেলগুলোও যদি এমনভাবে নাটক বা সিরিয়ালের প্রচার করে, তাহলে মানুষ বিদেশি চ্যানেল দেখা বাদ দিয়ে দেশীয় অনুষ্ঠানগুলোই বেশি দেখবে।
পরিচিতি : মিডিয়া ব্যক্তিত্ব
মতামত গ্রহণ : তানভীন ফাহাদ
সম্পাদনা : জব্বার হোসেন