ড. অজয় রায়
পরিচিতি : শিক্ষাবিদ
এদেশের শিক্ষাখাত তুলনামূলকভাবে অনেক এগিয়েছে। শিক্ষার্থীরা অনেক সচেতন হয়েছে, প্রতিযোগিতাও বেড়েছে। পাশের হারও বেড়েছে। শিক্ষার মান নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, তবে এখন প্রায় অধিকাংশ ছেলেমেয়ে চায় জ্ঞান অর্জন করতে। আগের তুলনায় নিরক্ষরতার হার অনেক কমেছে। বাংলার প্রায় প্রতিটি ঘরে অন্তত একজন হলেও শিক্ষিত মানুষ রয়েছে।
আপাতদৃষ্টিতে দেশের শিক্ষাক্ষেত্রে অনেক ভালো ফলাফল করতে শিক্ষার্থীরা সক্ষম হয়েছে। তবে, ভর্তির সমস্যা হবে কিনা সেটা পরিষ্কারভাবে বলা কঠিন। কারণ, প্রত্যেক শিক্ষার্থীরই আকাক্সক্ষা থাকে সে ভালো স্কুল-কলেজে যেমনÑ ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ, ক্যাডেট স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুলের মতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে। আমার মনে হয়, প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকদের উচিত নিজ এলাকায় ভালো স্কুল-কলেজে ভর্তি হওয়া।
সরকারের উচিত একটু ভেবে দেখা, প্রতিবছর শিক্ষার্থীরা নিজ এলাকা বা জেলা থেকে অন্য এলাকা বা ঢাকার মতো জেলায় কেন আসেন। কারণ, ভালো স্কুল-কলেজ বলতে যা বুঝি সব ঢাকাকেন্দ্রিক। তাই সরকারের উচিত প্রতিটি জেলায় ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজের মতো ভালো স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা অথবা সকল শিক্ষা প্রতিষ্ঠান উন্নত করা এবং তাদের শিক্ষার মানও উন্নয়ন করা। তবেই হয়তো প্রত্যেক শিক্ষার্থী ভালো ফলাফল করে সবার আকাক্সিক্ষত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে এবং ভর্তির জন্য নিজ জেলা ছেড়ে অন্য জেলায় দৌড়-ঝাপ করার প্রয়োজন না হয়।
ভালো ফল করার পরও পর্যাপ্ত ভালো স্কুল-কলেজ না থাকায় অনেকে ভর্তি হতে পারে না। ফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা হতাশাগ্রস্থ হয় ভালো ফলাফলের প্রতি। এর প্রভাব শিক্ষাখাতেও পড়ে এবং শিক্ষার্থীরা অনৈতিক কর্মকা-ে লিপ্ত হয় যেটা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।
মফস্বল শহরে প্রচুর স্কুল-কলেজ রয়েছে যা অনেক বছর আগে নির্মিত, তার অনেকগুলো একরকম ঝুঁকির পর্যায়ে। সেই সকল স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের শিক্ষামন্ত্রণালয়ের স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসা উচিত। যার জন্য শিক্ষাখাতে ব্যয় বাড়ানো উচিত। প্রতিটি অর্থবছরে বাজেটে শিক্ষাখাতের জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ রাখা উচিত। অনেক জেলায় স্কুল-কলেজে যাতায়াতের জন্য ভালো কোনো ব্যবস্থা নেই। অল্প বৃষ্টি হলেই রাস্তা-ঘাট পানিতে নিমজ্জিত হয়। ফলে যাতায়াতের নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। অনেকে স্কুল-কলেজে আসতে চায় না। শিক্ষায় বিঘœ ঘটে। এসকল বিষয়ে সরকারকে যথেষ্ট দৃষ্টি দেওয়া উচিত। তাহলেই হয়তো শিক্ষাখাত আরও উন্নত হবে। তবে একটা কথা বলা যায়, শিক্ষাখাতের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় ভালো পর্যায়ে উপনিত হয়েছে।
মতামত গ্রহণ : শরিফুল ইসলাম
সম্পাদনা : জব্বার হোসেন