ড. এম সামছুল আলম
সরকার দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী। তার হাতেই দেশের সর্বপ্রকার ক্ষমতা রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও অধিকার তো তাকে দেওয়াই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সরকার প্রধান, তিনি মোটামুটি দেশের সব বিষয় সম্পর্কে জানেন। কিসে দেশ ও দশের জন্য মঙ্গল, কোনটা অমঙ্গল তা তিনি ভালো করেই বোঝেন।
যে জায়গায় রামপাল প্রকল্প হচ্ছে, সে ব্যাপারে আমাদের আপত্তি, অবস্থান আগে যেমন ছিল, এখনও ঠিক তেমনিই রয়েছে। এই প্রকল্প অনেক ক্ষতিকারক এবং বড় একটা ঝুঁকিপূর্ণ। মনে রাখতে হবে, সুন্দরবন একটিই। এমন আরেকটি সুন্দরবন কখনও তৈরি হবে না, দুনিয়ার কেউ আর এমন একটি সুন্দরবন তৈরি করতে পারবে না, প্রকৃতিও তৈরি করতে পারবে না। তাই সুন্দরবনের ক্ষতির আশঙ্কা যেখানে আছে, সে জায়গায় এমন ঝুঁকিপূর্ণ প্রকল্পই আমাদের উদ্বিগ্ন করেছে। এই উদ্বেগ, আশঙ্কার কথা আমরা অনেকবারই বলেছি করেছি। সেই উদ্বেগ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যের পর আরও বাড়ল।
আমরা ভেবেছিলাম, সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করবে। কারণ সরকার তো অনেকসময় তার সিদ্ধান্ত পরিবর্তন করে থাকে। আগেও দেখেছি, সরকার তার সিদ্ধান্ত বদলাতে।
সরকারের বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্যের ভিন্নতা রয়েছে। এটা বোঝার বা জ্ঞানের জায়গা থেকে হোক। বহুবার বলেছি, সামনে হয়তো আরও বহুবার বলব, বলতে আসলে হবে। এখনও পর্যন্ত আমরা এমন কোনো তথ্য পাইনি, শুনিনি বা দেখিনি, যার কারণে আমরা আমাদের বক্তব্য, অবস্থান থেকে সরে আসতে পারি।
পরিচিতি : জ্বালানি বিশেষজ্ঞ
মতামত গ্রহণ : শরিফুল ইসলাম / সম্পাদনা : জব্বার হোসেন