বসবাসের অযোগ্য জাপানের এই দ্বীপ শহরটিতে রয়েছে সালফার গ্যাসের ছড়াছড়ি। শহরটির পাশেই রয়েছে আগ্নেয়গিরি। সেখান থেকেই উৎপন্ন সালফার বিষে যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। প্রায় সময়েই এখানকার মানুষদেরকে দেখা যায় গ্যাস মাস্ক পরে ঘুরতে।
খুব অদ্ভূত রকমের একটি শহর হলেও এ শহরটিকে ছেড়ে এখনও যাননি এর অনেক অধিবাসীরা। আর এই শহরটির নাম হচ্ছে মিয়াকে-জিমা। মিয়াকে-জিমা এমনিতে বেশ সুন্দর হলেও এখানকার অধিবাসীদের মুখের মাস্ক বারবারই আপনাকে মনে করিয়ে দেবে ভবিষ্যতের বিপদের কথাও।
গ্রন্থনা : আশিক রহমান, সূত্র : ইন্টারনেট