হায়দার আকবর খান রনো
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একদিনেরও কম সময় বাংলাদেশ সফর করে গেছেন। তার এই সফর খুব একটা তাৎপর্যপূর্ণ কিছু হয়েছে বলে আমার মনে হয় না। তার দক্ষিণ এশিয়া সফর মূলত ভারত ও মায়ানমারে, মাঝখানে বাংলাদেশে এসে গেলেন। আমি আগেও বলেছি, আমেরিকার ওপর আমাদের নির্ভর করার কোনো দরকার নেই। আমেরিকা যার বন্ধু, তার শত্রুর অভাব নেই বা শত্রুর দরকার হয় না। আমেরিকার পলিসি, তার কর্পোরেট পুঁজি, সাম্রাজ্যবাদ নীতি, আমাদের দেশকে লুণ্ঠন করা এবং চীন বিরোধী তার যে পরিকল্পনা আছে, তার মধ্যে অংশীদারিত্ব করা। তাদের চীন বিরোধী নীতির সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করাই হচ্ছে আমেরিকার পলিসির অন্তর্ভুক্ত। সেই পলিসি অব্যাহত রয়েছে। এ বিষয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। অবশ্য এখন যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সে তো বদ্ধ একটা পাগল এবং মুসলিমবিরোধী ও প্রতিক্রিয়াশীল। আমেরিকা তাদের নিজেদের স্বার্থে সারা পৃথিবীতে এমনটি করছে, সেইদিক থেকে আমাদের এত উৎসাহিত হওয়ার কিছু নেই।
পরিচিতি : সভাপতিম-লীর সদস্য, সিপিবি
মতামত গ্রহণ: তানভীন ফাহাদ / সম্পাদনা: জব্বার হোসেন