চীনের এই শহরটির ঘর-বাড়ি থেকে শুরু করে সবকিছুই ছোট ছোট। অনেকটা যেন খেলনা পুতুলের শহর এটি। আর এই শহরটির নাম হচ্ছে বামন শহর বা ডোয়ার্ফ ভিলেজ। যেখানে পুতুলের মতন ছোট ছোট ঘর বাড়িতে ক্ষুদে আকৃতির মানুষ বাস করেন। সাধারণ আর সব মানুষের করুণার পাত্র হতে চান না বলেই নিজেদের মতো করেই একটি শহর তৈরি করে নিয়েছেন এখানকার অধিবাসীরা। তবে ভাববেন না যে এখানে কোনো কাজ ছাড়াই ঘরে বসে থাকে বামন মানুষগুলো। তারা আর দশটা সাধারণ মানুষের মতোই কাজ করে এখানে। এখানকার পার্কে। পর্যটকদেরকে স্বাগত জানান, কেউ কেউ খেলাও দেখান পর্যটকদের মনোরঞ্জন করতে। সব মিলে বেশ ভালোই কাটে তাদের দিনকাল। গ্রন্থনা : আশিক রহমান, সূত্র : ইন্টারনেট