এর আগের প্রতিবেদনটিতে আপনারা জেনেছেন পাহাড়ের খাঁজে গড়ে ওঠা শহরের কথা। এবার বলছি এক মাটির নিচে গড়ে ওঠা এক শহরের কথা। অস্ট্রেলিয়ার কবার পেডি নামের এ শহরটির পুরোটাই নিজেকে সাজিয়ে নিয়েছে মাটির নিচে। কাবার পেডি নামের এ শহরটি বসবাসের জন্য একটি দারুণ জায়গা। কেননা এ অঞ্চলের ঠা-া পরিবেশ ও থাকার সুব্যবস্থার জন্য এর খ্যাতি রয়েছে।
শহর গড়ে ওঠার এখানে এটি ছিল খনি। সেই খনিগুলো বন্ধ হয়ে গেলে সেগুলোকে ফেলে না রেখে সেখানেই তৈরি করে নেওয়া হয় ঘর-বাড়ি। গড়ে ওঠে শহরটি।
গ্রন্থনা : আশিক রহমান, সূত্র : ইন্টারনেট