হায়দার আকবর খান রনো
রামপাল বিদুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, অবস্থান নিয়েছেন তা সবাই অবগত। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী দেশের ভালো চান। কিন্তু মনে হচ্ছে, তাকে ভুল বোঝানো হচ্ছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশেষজ্ঞ নন বা বিশেষজ্ঞ হওয়ার কথাও নয়। তিনি আমার মতোই একজন রাজনীতিবিদ। আমিও এ বিষয়ে বিশেষজ্ঞ কেউ নই।
বেশির ভাগ বিশেষজ্ঞই বলছেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে তা সুন্দরবনের জন্য ক্ষতিকর হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তার কাছে আমাদের অধিকারের জায়গাটাও বেশি। তার কাছে অনুরোধ, এ বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদেরকে ডাকুন। বিশেষ করে যারা রামপালের বিরোধিতা করছেন, সেসব বিশেষজ্ঞদের সঙ্গে খোলামেলা আলোচনার একটা ব্যবস্থা করুন। আলোচনায় উপস্থিত থাকুন আপনিও। কারণ আমরা তো বিরোধিতার জন্য বিরোধিতা করছি না। অহেতুক বিরোধিতার কোনো কারণও নেই। প্রধানমন্ত্রীর অনেক ভূমিকাকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। যেমনÑ দেশ-বিদেশি নানা চাপ উপেক্ষা করে যেভাবে তিনি দৃঢ়তা দেখিয়েছেন যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে, তা নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য। তাকে ছাড়া আর কেউ হলে হয়তো যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হতো না। আমরা বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে নই। আমরা বলছিÑ বিদ্যুৎকেন্দ্রটি রামপালে না হয়ে একটু দূরে সরিয়ে নেওয়া হোক, পরিবহণ খরচ যদি একটু বেশিও হয়। সুন্দরবনের দাম তো আর অর্থ দিয়ে মাপা যাবে না।
পরিচিতি: সভাপতিম-লীর সদস্য, সিপিবি
মতামত গ্রহণ: তানভীন ফাহাদ / সম্পাদনা: আশিক রহমান