ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের উত্তর ওকলাহামার মধ্যভাগে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ওকলাহামাসহ সাতটি অঙ্গরাজ্যেও এই ভূমিকম্প অনুভূত হয়। অন্য অঙ্গরাজ্যগুলো হলো টেক্সাস, ক্যানসাস, আরকানসাস, মিসৌরি, নেবরাসকা এবং লোয়াতে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শনিবার সকালে (বাংলাদেশ সময় শনিবার রাতে) এ ভূমিকম্প হয়। সূত্র : সিএনএন, ইউএসএ টুডে
ওকালহামার গভর্নর মেরি ফলেন এক ট্যুইটার বার্তায় বলেন, ওকলাহামার স্থানীয় সরকারি সংস্থাগুলো তেল, গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন স্থাপনা, গণপরিবহনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি। সম্পাদনা : সুমন ইসলাম