এস এম নূর মোহাম্মদ: দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদ- কার্যকর করার প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
এরমধ্যে আজ রোববার দেশে-বিদেশে দোয়া অনুষ্ঠান এবং কাল সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারাদেশে হরতাল ডাকা হয়েছে। ফাঁসি কার্যকরের পর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বিবৃতির মাধ্যমে এসব কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, মীর কাসেম আলী সম্পূর্ণ নির্দোষ। সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসাবে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুঁলিয়েছে। যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে তার সঙ্গে কাসেম আলীর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করা হয় বিবৃতিতে। সম্পাদনা : রিকু আমির