দীপক চৌধুরী মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ।
দলটি বলেছে, এ রায় কার্যকরের মধ্যদিয়ে জাতি কলঙ্কমুক্তির পথে আরেক ধাপ এগিয়ে গেল। গোটা দেশের মানুষ বাকি যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর দেখতে চায়।
গতকাল শনিবার রাতে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পর দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, দেশবাসীর প্রত্যাশা, এ সরকারের অধীনেই সব যুদ্ধাপরাধীর বিচার পর্যায়ক্রম শেষ হবে এবং বিচারের রায়ও কার্যকর হবে। এর মধ্যদিয়ে জাতি যুদ্ধাপরাধের দায় থেকে পুরোপুরি কলঙ্কমুক্ত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি। দেশবাসী এ বিচার ও বিচারের রায় কার্যকর দেখতে চায়। মীর কাসেম আলীর বিচারের রায় কার্যকরের মধ্যদিয়ে জাতি কলঙ্কমুক্ত হলো। আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, যতরকম চাপ ও বাধা আসুক না কেন জাতি চায় মানবতাবিরোধীদের দৃষ্টান্তমূলক বিচার। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবরকম অন্যায়-অবিচারের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ। সম্পাদনা : সুমন ইসলাম