ড. এম শাহ্ নওয়াজ আলী
স্বাধীনতাবিরোধী বিচারে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দেশ আরেক ধাপ এগিয়ে গেল। যত বিলম্বই হোক যেকোনো অন্যায়ের বিচার দীর্ঘদিন পরও যে করা সম্ভব তা আমরা দেখলাম। যে লোকটি মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, খুন করেছে সেই লোকটিকে শাস্তির মাধ্যমে ফাঁসিতে ঝুলতে হয়েছে, সে যত দেরিতেই হোক না কেন। সত্যের জয় চিরদিনই, তার প্রমাণ আমরা আবারও পেলাম। অন্যায় করলে বিচার হয়, তা আজ পরিষ্কার। আইনের প্রতি মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা, অনুগত্য তা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
চট্টগ্রামের কসাই মীর কাসেমের ফাঁসির মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষের জয় হয়েছে। সত্যের জয় হয়েছে। অন্যায় করলে কখনো রেহাই পাওয়া যায় না, সে যত বড় মানুষই হোক। টাকা দিয়ে সবকিছু করা যায় না। মীর কাসেম আলীর এত টাকাপয়সা, অর্থবিত্ত, বিদেশে লবিং করে কি নিজেকে বাঁচাতে পেরেছে? পারেনি। দেশের আইন নিজ গতিতেই চলছে, বড় প্রমাণ হয়ে গেল এই ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে।
পরিচিতি: সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক
মতামত গ্রহণ: শরিফুল ইসলাম / সম্পাদনা: আশিক রহমান