• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

জানালেন ভারতের রেল প্রতিমন্ত্রী
বাংলাদেশসহ তিন দেশের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনে সমীক্ষা সম্পন্ন

প্রকাশের সময় : September 7, 2016, 12:23 am

আপডেট সময় : September 7, 2016 at 12:23 am

মোরশেদ: ভারতের রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাইন বলেছেন, ‘নেপাল, ভুটান ও বাংলাদেশের মতো দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ স্থাপনে সমীক্ষার কাজ এরই মধ্যে শেষ করেছে নর্থওয়েস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে।’

ইন্ডিয়ান রেলওয়ে ভুটানের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের কাজ শিগগির শুরু করবে বলেও জানান তিনি। তিনি বলেন, সমীক্ষার কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার

বাংলাদেশের সঙ্গে রেল সংযোগ প্রসঙ্গে গোহাইন বলেন, ‘আগরতলা-আখাউড়া আন্তর্জাতিক রেল সংযোগ প্রকল্প শুধু ত্রিপুরার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করবে না, এতে উন্নয়নের ছোঁয়া লাগবে সমগ্র উত্তর-পূর্ব অঞ্চলে। লাইনটি ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হবে এবং এতে করে বাংলাদেশের মধ্য দিয়ে ত্রিপুরা থেকে কলকাতায় যোগাযোগের সময় অনেক কমে যাবে।’

তিনি উল্লেখ করেন, আগরতলা-আখাউড়া লাইনের মাধ্যমে বাংলাদেশের আশুলিয়া ও চট্টগ্রাম বন্দরের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের সরাসরি যোগাযোগ হবে।

ভারত-ভুটান রেলসংযোগ নিয়ে ২০০৮ সালে ‘রাইটস’ সমীক্ষার কাজ সম্পন্ন করে। সম্ভাব্য রুটগুলোর মধ্যে রয়েছেÑ কোকরাঝড়-গেলেফু, রঙ্গিয়া-সমদ্রƒপঝঙ্কার, বানারহাট-সামতে ও পাঠশালা-নাংলাম। গোহাইন বলেন, ইন্ডিয়ান রেলওয়ের অগ্রাধিকারভিত্তিক চিন্তা রয়েছে, আগামী তিন বছরে আসামের সঙ্গে সম্পৃক্ত বর্তমান রেল সংযোগগুলো ডাবল করার চেষ্টা করা। সম্পাদনা: সুমন ইসলাম

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)