আমিনুর রহমান তাজ: দেশের ভেতরে বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করার আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এ ব্যাপারে তারা সরকারকে একটি প্রস্তাব দিয়েছে। অবশ্য সরকার এখনও এ ব্যাপারে কিছু জানায়নি।
অনলাইন পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, ‘জঙ্গি বিষয়ে এফবিআই’র জ্ঞান ও অভিজ্ঞতা অনেক বেশি। তারা জঙ্গিদের মনস্তাত্ত্বিক বিষয়টি বোঝার জন্যই জিজ্ঞাসাবাদ করতে আগ্রহী। তবে সরকার এ বিষয়ে কোনো ইতিবাচক মনোভাব দেখায়নি বলে জানান ওই কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ‘পশ্চিমা বিশ্ব মনে করে বাংলাদেশে জঙ্গিহামলার পেছনে আইএস’র হাত রয়েছে। তবে সরকার বরাবরই আইএস’র সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে আসছে। প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা দেশে জঙ্গিহামলার সঙ্গে জড়িতরা সবাই স্বদেশি। কোনো বিদেশি এসে এখানে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে না। তবে বিদেশিদের সঙ্গে তাদের যোগাযোগও থাকলে থাকতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাটি অনলাইন পোর্টালটিকে আরও জানিয়েছেন, অনেক দেশি বিদেশে অবস্থান করছেন বা পড়াশোনা করছেন। সেসময় তারা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু তারা বিদেশি কোনো জঙ্গি সংগঠনের নির্দেশে জঙ্গি কার্যক্রম চালাচ্ছেÑ এমন কোনো তথ্য তাদের হাতে নেই।
এদিকে এফবিআই বাংলাদেশে বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করতে আগ্রহ প্রকাশ করেছে কিনা জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদৃুর রহমান জানান, তারা (এফবিআই) জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে কিনা তা পুলিশের জানা নেই। সম্পাদনা: দেলওয়ার হোসাইন