হাসান আরিফ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সবার জন্য ট্যারিফ থাকবে এক ও অভিন্ন। ফলে পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালে (আইসিটি) পণ্য খালাসের শুল্কে কোনো পরিবর্তন আনা হবে না। পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল খুব ভালোভাবেই চলছে। এতে কোনো সমস্যা নেই। কোনো কোনো প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীদের সুবিধার্থে ট্যারিফে পরিবর্তন আনার জন্য বলা হয়েছিল। কিন্তু তা সম্ভব নয়। কারণ, বিশ্বে এ ধরনের কোনো নজির নেই।
গতকাল সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান উপস্থিত ছিলেন। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৭ নভেম্বর ঢাকাস্থ দক্ষিণ কেরানীগঞ্জে পানগাঁও কন্টেইনার টার্মিনাল উদ্বোধন করেন। পরিস্থিতি প্রতিকূল দেখে পানগাঁও কন্টেইনার টার্মিনালের সাত ধরনের সেবায় ট্যারিফ হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন- এফবিসিসিআই নেতৃবৃন্দ। এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমদের নেতৃত্বে বৈঠকে এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন, বিপিজিএমইএর প্রেসিডেন্ট জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ সাংবাদিকদের বলেন, ‘প্রত্যেক ব্যবসায়ীই ভ্যাট-ট্যাক্স দিতে চায়, কিন্তু কেউ হয়রানি চায় না। তবে ভ্যাট সিস্টেম অনলাইন হয়ে গেলে হয়রানির ক্ষেত্রটা অনেক কমে যাবে’।
সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, নতুন আইনে ভ্যাটের হিসাব কষতে ছোট ছোট ব্যবসায়ীদেরও হিসাবরক্ষক রাখতে হবে, যা এখন সম্ভব নয়।
অন্যদিকে গতকাল বিকালে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় অর্থ মন্ত্রণালয়ে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, সেনাবাহিনী প্রধানের পক্ষে স্টাফ অফিসার লে. জেনারেল মোহাম্মদ সাব্বির, পুলিশের আইজি একেএম শহীদুল হক, অতিরিক্ত আইজি মোখলেসুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত দেশে যেসব উৎসব বা মেলা অনুষ্ঠিত হবে সেখানে অংশ নেওয়া বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘এ মেলাগুলোর অধিকাংশ মেলা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। যেসব মেলা দেশের রপ্তানি এবং অর্থনৈতিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেসব মেলার ক্ষেত্রে যেন ভেন্যু ভাড়া সাশ্রয়ী হয়, সেজন্য আমি সেনাবাহিনীর কর্মকর্তাকে অনুরোধ করেছি’। সম্পাদনা : রিকু আমির