
অনলাইনে জনপ্রিয় হচ্ছে কুরবানির পশু বেচাকেনা
দেলওয়ার হোসাইন: কুরবানির পশু কেনার জন্য হাটতো আছেই। তবে গত কয়েক বছর ধরে অনলাইনে বিভিন্ন বিক্রি হচ্ছে কুরবানির পশু। শুধু পশু বিক্রি নয়, আরও নানা সেবাও দিচ্ছে কিছু কিছু ওয়েবসাইট। ঝক্কি-ঝামেলা এড়াতে অনলাইনে কুরবানির হাট এখন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ঢাকায়।
ধানম-ির বাসিন্দা মারুফ চৌধুরী বলেন, হাট থেকে গরু কিনে আনা ও কয়েক দিন বাড়িতে লালন-পালন করার ঝক্কি-ঝামেলা অনেক। তাছাড়া গরুর হাটের দালালদের খপ্পড় থেকে বাঁচার একটা উপায় অনলাইন। হাটে মানুষের ধাক্কাধাক্কি, ধুলা-ময়লা-কাদা খুব খারাপ লাগে। একেকজন একেক দাম বলেন। যদি আপনি অভিজ্ঞ ক্রেতা না হন তাহলে অবশ্যই ঠকবেন।
বেঙ্গলমিট ডটকম-এর এজিএম মাসুম উল হক এ প্রতিবেদককে বলেন, আমরা যখন শুরু করি তখন শুধু প্রবাসীরা অর্ডার দিত। এরপর আমরা কুরবানির ব্যবস্থা করে তাদের নিজেদের এলাকায় গরিব মানুষের মধ্যে মাংস বিলি করে দিতাম। এখন ঢাকাতেও আমরা বিপুল সাড়া পেয়েছি।
একাধিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অনলাইনে কুরবানির পশু বেচাকেনা শুরু হওয়ার পর থেকে প্রতিবছর বিক্রির হার বাড়ছে।
অনলাইন গরুর হাট নিয়ে কাজ করা উল্লেখযোগ্য ওয়েবসাইটগুলো হলÑ
এখনই ডটকম : ‘ঘরে বসে কুরবানির গরু কিনুন এখনই’ সেøøাগানে কুরবানির গরুর হাট বসেছে ই-কমার্স পোর্টাল এখনই ডটকমে। গতকাল বৃহস্পতিবার ওয়েব পোর্টালটিতে ঢুঁ মেরে প্রদর্শনীতে ২০টি গরু দেখা যায়। পর্যায়ক্রমে আরও নতুন যোগ হচ্ছে। কোনো গরু পছন্দ হলে কিনে নিতে পারেন। আবার পছন্দের তালিকায় রাখতে পারেন। বিকাশ, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, ক্রেডিট বা ডেবিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা গরু হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ আছে। ঢাকা শহরে বিনামূল্যে বাড়িতে গরু পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। ঠিকানা: িি.িধশযড়হর.পড়স
বিক্রয় ডটকম: বিক্রয় ডটকম ক্রেতা ও বিক্রেতার মাঝে সমন্বয় ঘটিয়ে দেয়। গরু কিনতে তাদের ওয়েবসাইটে গিয়ে পোষা প্রাণী ও জীবজন্তু বিভাগে ঢুঁ মারলে অনেক গরু দেখতে পারবেন। অবশ্য একই বিভাগে অন্যান্য পোষা প্রাণীও দেখা গেছে। যেটি পছন্দ হয়, সেটিতে ক্লিক করলেই বিক্রেতার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা পেয়ে যাবেন। বিক্রয় ডটকম নির্দিষ্ট ফির বিনিময়ে পশু সরাসরি নির্দিষ্ট ঠিকানায় দেওয়ার ব্যবস্থা রেখেছে। ঠিকানা: িি.িনরশৎড়ু.পড়স
এখানেই ডটকম: কুরবানির পশু বেচাকেনার এই ওয়েবসাইটটিতে ক্রেতা ও বিক্রেতার মাঝে সমন্বয় করিয়ে দেওয়া হয়। কোনো লেনদেন করা হয় না। তবে অনলাইনে কুরবানির পশুর হাটগুলোর মাঝে অন্যতম বলা যায়। অনেক পশু আছে তাদের তালিকায়। যেটি পছন্দ হয়, সেই পাতায় গিয়ে বিক্রেতার দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে বাকি কাজ করতে হবে আপনাকেই। ঠিকানা: িি.িবশযধহবর.পড়স
বেঙ্গলমিট ডটকম: বেঙ্গলমিট সরাসরি নিজেরা গরু বিক্রি করে। এদের গরুগুলো পাবনা থেকে আনা হয়। ৩০০ কেজির নিচে এবং উপরে দুই ভাগে গরুগুলো সাজানো আছে। তবে সরাসরি অনলাইনে গরু অর্ডার করার সুযোগ নেই। অনলাইনে গরু পছন্দ করা যাবে। ঠিকানা: িি.িনবহমধষসবধঃ.পড়স
এছাড়া এসব ওয়েবসাইট-গুলো ঘুরে দেখা গেছে বিভিন্ন বয়সের, ওজনের ও রংয়ের, গরু এবং ছাগলের ছবি। দাম উল্লেখ রয়েছে। এর সঙ্গে লেখা এবার ঈদে গরু না খাসি, কোনটা চাই?
