শাহানুজ্জামান টিটু: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরানোর প্রতিবাদে আগামীকাল শনিবার দেশের সব জেলাসদর ও মহানগরে প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, যারা জিয়াউর রহমানের পদক কেড়ে নিচ্ছে, তারা মূলত স্বাধীনতাকে অস্বীকার করছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। এ সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত।
জিয়াউর রহমানের পদক সরানোকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এ সিদ্ধান্ত দেশের রাজনীতিতে বিভক্তি আরও বাড়াবে। রাজনীতিকে আরও সংকটময় করে তুলবে। তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্ত প্রতিহিংসাপরায়ণ, ঔদ্ধ্যত্যপূর্ণ ও গণবিচ্ছিন্ন।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে যারা জিয়ার অবদানকে অস্বীকার করে শুধুমাত্র আদালতের রায়ের বিকৃত ব্যাখ্যা করে তার পদক সরিয়ে ফেলে, মাজার সরিয়ে ফেলতে চায়, তারাই স্বাধীনতাবিরোধী।
আদালতের রায়ের অপব্যাখ্যা দিয়ে ইতিহাস নির্ধারণ করা যায় না- উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা সরকারের এ হীন কর্মকা-ের তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে স্বাধীনতা পদক যথাস্থানে স্থাপন করার আহ্বান জানাচ্ছি। জনগণ কখনও সংকীর্ণ ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো কার্যকলাপ গ্রহণ করবে না বলে মন্তব্য করেন তিনি। সম্পাদনা : মোরশেদ