পরাগ মাঝি : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রিপাবলিকান ও ডেমোক্রেট নেতাদের কাদা ছুঁড়াছুঁড়ি এখন তুঙ্গে। কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। সেই কাদা ছুঁড়াছুঁড়ির এবারের পাত্ররা হলেন রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।
‘ওবামার চেয়ে পুতিন ভালো নেতা’ ট্রাম্পের এমন মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার ট্রাম্পকে ‘পাগলাটে’ বলে পাল্টা তীর ছুঁড়লেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। আসিয়ান সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার লাওসে অবস্থান করা ওবামা এক বার্তায় বলেন, ‘প্রতিবার ট্রাম্প যখন কথা বলেন, নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে তিনি তার অযোগ্যতাকেই ফুটিয়ে তোলেন।’
এর আগে ট্রাম্প পুতিনের রাষ্ট্র নিয়ন্ত্রণ ক্ষমতা এবং নিজ দেশে তার ৮২ শতাংশ সমর্থনের কথা উল্লেখ করে প্রশংসা করেন। এসময় তিনি পুতিনকে নেতা হিসেবে এগিয়ে রাখেন।
বুধবার রাতে নিউইয়র্কে ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন একই মঞ্চে আধ-ঘন্টা ধরে বক্তব্য রাখেন। সেখানে ট্রাম্প তার বক্তব্যে ওবামা ও পুতিনের তুলনায় বলেন, ‘রুশ প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট থেকে অনেক ভালো। সূত্র : বিবিসি