শামীম আহমেদ, বরিশাল: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে বরিশালে সুন্দরবনের দস্যু শান্ত ও আলম বাহিনীর ১৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর রূপাতলীস্থ র্যাব-৮ এর কার্যালয়ে তারা আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, জাতীয় সংসদের প্যানেল স্পিকার অ্যাড. তালুকদার মো. ইউনুস এমপি, বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। দস্যু শান্ত বাহিনীর প্রধান আব্দুল বারেক তালুকদার শান্তর নেতৃত্বে তার দলের ১০ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এরপর আলম বাহিনীর প্রধান মো. আলম তার বাহিনীর চার সদস্য নিয়ে আত্মসমর্পণ করেন। তাদের সবার বাড়ি বাগেরহাটের মংলায়। এ সময় জলদস্যুরা ২০টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৮ রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে জমা দিয়েছেন।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, আত্মসমর্পণের উদ্দেশে দস্যুবাহিনী দুটিকে কড়া নিরাপত্তার মাধ্যমে বরিশাল নগরীতে আনা হয়। এর আগে বুধবার ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সুন্দরবনে অভিযান চালায় র্যাব-৮ এর সদস্যরা। অভিযানে শান্ত বাহিনীর ১০ জন ও আলম বাহিনীর ৪ জনসহ সর্বমোট ১৪ জন দস্যু র্যাব-৮ এর কাছে আত্মসমর্পণ করে। এ সময় ৯টি বিদেশি একনালা বন্দুক, ২টি বিদেশি দোনালা বন্দুক, ৫টি ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, ২টি ওয়ান শুটার গান এবং ২টি কাটা রাইফেলসহ সর্বমোট ২০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং সর্বমোট ১ হাজার ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সম্পাদনা: প্রিয়াংকা