দীপক চৌধুরী: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের উজ্জ্বল নক্ষত্র’ আখ্যা দিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আমরা ’৯৬ সালে ক্ষমতায় এলাম। ’৯৮ সালে দেশে ভয়াবহ বন্যা হয়েছিল। তখন শেখ হাসিনা নয়টা মাস ২০ কেজি করে চাল দিয়েছেন। বিদেশ থেকে চাল কিনে এনে দিয়েছেন। অথচ তখন আমরা খাদ্যে স্বয়ং-সম্পূর্ণ ছিলাম না। কিন্তু বাপের বেটি পিছায় নাই। এখন আল্লাহর রহমতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ এই দিনগুলো দেখার জন্যই রাজনীতিতে আমাদের এতদূর এনেছেন। শেখ হাসিনা সব হারিয়েও বাংলাদেশের রাজনীতিতে আজ বিশ্বের উজ্জ্বল নক্ষত্র। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এ মন্তব্য করেন। সম্পাদনা : সুমন ইসলাম