কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ছিনতাইয়ের টাকার মীমাংসা করতে গিয়ে একপক্ষের হাতুড়ি পেটায় শহিদ উল্লাহ (৩৫) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ হাতুড়ি পেটার ঘটনা ঘটে। নিহত শহীদ উল্লাহ শিবপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। এছাড়া সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ও বারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সেলিম মিয়ার ভাতিজা।
বারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, বুধবার সন্ধ্যায় শিবপুর গ্রামের মোরশেদ ও জলিল পাশের বরুড়া উপজেলার এক ব্যক্তির টাকা ছিনতাই করে। ওই লোক বিষয়টি শহীদ উল্লাহকে জানায়। রাত সাড়ে ১০টার দিকে শহীদ উল্লাহ বিষয়টি জানতে গেলে তারা অতর্কিতভাবে তার উপর হামলা করে। তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, শহীদ উল্লাহর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় একই গ্রামের রফিকুল ইসলাম ও আবদুল ওয়াদুদকে আটক করা হয়েছে। সম্পাদনা: প্রিয়াংকা