আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক স্থিতিশীলতার জন্য ঢাকার প্রচেষ্টায় সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। সন্ত্রাস প্রতিরোধ করতে সামাজিক স্থিতিশীলতার জন্য তিনি এমন আহ্বান জানান। এ খবর দিয়েছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুর বিজনেস লাইন।
এতে বলা হয়, এস জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী সামাজিক আবহ নিশ্চিত করতে ঢাকা সরকারকে সমর্থন দেওয়া উচিত। বাংলাদেশে সন্ত্রাস নিয়ে উদ্বেগের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্বেগ রয়েছে। আর এ জন্যই সরকারকে সমর্থন দেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের। এটা সমালোচনার সময় নয়। এ সময়ে তিনি সন্ত্রাসে সমর্থন দেওয়ায় পাকিস্তানের সমালোচনা করেন। এস জয়শঙ্কর দিল্লিতে ২০১৬ ইস্ট ওয়েস্ট মিডিয়া কনফারেন্সে বক্তব্য রাখেন। এ সময় তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্রের ভিতরকার কেউ (ঘটনা ঘটায়নি) এ কথা বলে একটি রাষ্ট্র তার দায় মুক্তি পেতে পারে না। এটা একটা মিথ্যা, দ্বিমুখী বক্তব্য। কোনো কোনো গ্রুপের বিরুদ্ধে কাজ করে অন্য গ্রুপগুলোকে সমর্থন দেওয়া যায় না। সম্পাদনা : ইমরুল শাহেদ