সাহাব উদ্দিন রিটু, লামা (বান্দরবান) : বান্দরবানের লামায় একটি টিউবওয়েল থেকে গ্যাস নির্গত হচ্ছে। উপজেলার ফাশিয়াখালী ইউনিয়নের ইয়াংছা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের ডিপ টিউবওয়েল থেকে গ্যাস নির্গমনের এমন খবর পেয়ে গতকাল শুক্রবার লামা প্রেসক্লাবের ৪ জন সাংবাদিক সেখানে যান।
হেডম্যানের মুহুরী মং চাথোয়াই সাংবাদিকদের বলেন, ৫ বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ডিপ টিউবওয়েলটি স্থাপনের পর থেকে ঝররার মতো অনবরত পানি পড়তে থাকে। কড়া লোনা স্বাদের কারণে এ পানি পান করা যায় না। গত সপ্তাহে রাতে বিদ্যুৎ না থাকায় ৫ম শ্রেণির ছাত্র ক্যজাসাইন হাত-মুখ ধুতে মোমবাতি নিয়ে টিউবওয়েলের নিকট গেলে হঠাৎ ঝরনার পানিতে মোমবাতি পড়ে দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে। ভয়ে সে চিৎকার দিলে সবাই দৌড়ে এসে আগুন জ্বলার দৃশ্যটি দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হয়।
পরে উপস্থিত সাংবাদিকগণ দিয়াশলাইয়ের আগুন টিউবওয়েলের পানিতে ধরতেই দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে। ঝরনার মুখের প্লাস্টিকের পাইপটি পুড়ে না যেতে এটির মুখে টিনের মোচড়ানো এক হাত সমপরিমাণ বিকল্প পাইপ ব্যবহার করা হয়। পনের থেকে বিশ মিনিট আগুন জ্বলার দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়।
ইয়াংছা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহানারা আরজু জানান, এখানে প্রতিটি গ্রামেই এ সমস্যা দেখা যায়। ৫/৬ বছর আগে বিদ্যালয়ের জন্য একটি টিউবওয়েল স্থাপন করলে একই সমস্যা দেখা দেয়। এখানকার টিউবওয়েলগুলো থেকে অনবরত পানি পড়তে থাকে।
লামায় গ্যাসের সন্ধান বিষয়ে নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, আমি শুনেছি। তবে এ গ্যাস উত্তোলনযোগ্য কিনা এ ব্যাপারে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে।
এদিকে গ্যাস নির্গমনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে প্রতিদিন শত শত লোক সেখানে গিয়ে আগুন জ্বেলে গ্যাসের সন্ধান বিষয়টি স্বচক্ষে দেখতে ভিড় জমান। জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা-নিরাক্ষা করলে দেশের চাহিদাযোগ্য গ্যাস এখান থেকে উত্তোলন করা যাবে বলে এলাকাবাসী দাবি করেন। সম্পাদনা : প্রিয়াংকা