কলিট তালুকদার, পাবনা : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলম হোসেন (২৬) উপজেলার দিয়ারবাঘল গ্রামের হায়দার আলীর ছেলে।
পাকশী পুলিশ ফাঁড়ির এসআই দেওয়ান আলমঙ্গীর হোসেন জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাকশী এমএস কলোনী এলাকায় অভিযান চালিয়ে আলম হোসেন কে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল পাওয়া যায়। সম্পাদনা: তারেক