বিপ্লব মন্ডল, গাবতলী (বগুড়া) : বগুড়া জেলাসহ গাবতলী উপজেলায় পুরোদমে শুরু হয়েছে (ব্রি-ধান৪৮) আউশধান কাটা-মাড়াই। ফলন ভাল হওয়ায় খুশি কৃষক পরিবার। ফলে কৃষকের ঘরে চলছে নবান্ন উৎসব।
জানাযায়, চলতি মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়নসহ পৌরসভায় আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৪শত হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬শত মেট্রিক টন (চাল)। ইতিমধ্যে অর্জিত হয়েছে ৩শ ৩০ হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রীড ২শ হেক্টর ও উফশী ১শ ৩০ হেক্টর। তবে উফশী জাত ধান কর্তন করে দেখাগেছে প্রতি হেক্টর চালে ৩.৫ মেট্রিক টন। যা গতবছরের চেয়ে প্রায় ১শত হেক্টর বেশি জমিতে আউশ ধান চাষ করা হয়েছে।
তবে বেশীর ভাগ কৃষক মাঠে (ব্রি-ধান ৪৮) আউশ ধানের চাষ করেছে। ফলে উপজেলার গ্রামাঞ্চলে আউশ ধান সংগ্রহে কৃষক-কৃষানিরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন। দিনমজুর সংকটসহ মূল্যেবৃদ্ধি পেলেও কৃষক পরিবারগুলো এখন দম ফেলানোর সময় নেই। কৃষকের আঙ্গিনাজুড়ে এখন মৌ-মৌ গন্ধে মুখরিত। নবান্ন উৎসবে মেতে উঠেছে কৃষক পরিবার। উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার জানান, কৃষক মাঠ স্কুল ও কৃষকদের নিয়ে আউশধান চাষবিষয়ক উঠান বৈঠকসহ কৃষি প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে। সম্পাদনা : তারেক