দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকার এক মেস থেকে সাতটি ককটেলসহ তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের পশ্চিম রামনগরের মানিকপীর স্কুলপাড়ার মেস থেকে তাদের আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম। আটককৃতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শরিফুজ্জামান (২০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরইল গ্রামের আতিকুর রহমান আতিক (২০) ও নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ মটকপুর গ্রামের বাদশা আলমগীর (২১)। সম্পাদনা: তারেক