শাহজালাল ভূঞা, ফেনী : পুলিশ সদর দপ্তরের তালিকাভুক্ত হরকাতুল জিহাদ সদস্য আবু ওবায়দা হারুনকে গতকাল বুধবার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানায়, হুজি সদস্য আবু ওবায়দা হারুনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড চেয়ে গত মঙ্গলবার ফেনী আদালতে আবেদন জানান। গতকাল বুধবার জেলা আদালতের জ্যৈষ্ঠ বিচারিক হাকিম ধ্রুবজ্যোতি পাল শুনানি শেষে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য হরকাতুল জিহাদ সদস্য আবু ওবায়দা হারুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানায়, গত সোমবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার এলাকা থেকে আবু ওবায়দা হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন তালিকাভূক্ত হরকাতুল জিহাদ সদস্য। তার বিরুদ্ধে ২টি হত্যা, একটি বিস্ফোরকদ্রব্য আইনেসহ মোট ৭টি মামলা রয়েছে।
এলাকায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গত ৩০ আগষ্ট তার বড় ভাই আবু দাউদকে সোনাগাজী থানা পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ফেনী কারাগারে রয়েছেন। সম্পাদনা : তারেক