তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা : কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়ার চাঞ্চল্যকর মুকুল হত্যা মামলার প্রধান আসামি আরিফ ও তার দুই সহযোগীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আলী আশ্রাফ ভুইয়া জানান, গতকাল ভোর ৪টার দিকে ডিবি পুলিশের একটি দল কুমিল্লা ময়নামতি সুপার মার্কেটের সামনে থেকে একটি মোটরসাইকেল ও অস্ত্র বহনকারী একটি ব্যাগসহ আরিফকে আটক করে। তার স্বীকারোক্তি অনুসারে তার অপর সহযোগী ফরহাদ এবং মোহন মিয়াকে আটক করে। সম্পাদনা: তারেক