অহিদ উদ্দিন মুকুল, নোয়াখালী : গ্রিড সাবস্টেশনের কারেন্ট ট্রান্সফরমার (সিটি) পুড়ে যাওয়ায় নোয়াখালীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ ব্যবস্থায় বিঘœ ঘটে। একই কারণে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সদর, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার একাংশে বিদ্যুৎ সংকট দেখা দেয়।
বিউবোর নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, গত সোমবার রাত নয়টার দিকে বিউবোর নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর গ্রিড সাবস্টেশনের মাইজদী অংশে বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভিএ লাইনের একটি কারেন্ট ট্রান্সফর্মার(সিটি) পুড়ে যায়। এতে নোয়াখালী শহর ও আশেপাশের এলাকায় বিউবোর সব লাইনে একসঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরো শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে।
সূত্র জানায়, এ পরিস্থিতিতে বিউবোর দত্তেরহাট সাবস্টেশন এবং লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইন থেকে বিকল্প পথে বিদ্যুৎ এনে মাইজদী শহরে পালা করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর এতে বিউবোর দত্তেরহাট সাবস্টেশনের আওতাধীন এলাকায় সরবরাহে ঘাটতি দেখা দেয়। এছাড়া সদর, সুর্বণচর ও হাতিয়ার একাংশে পল্লী বিদ্যুতের গ্রাহকরা ও ভোগান্তিতে পড়েন। এতে বিউবোর প্রায় ৪৭ হাজার আর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৫ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েন।
বিউবোর সূত্র জানায়, চৌমুহনী গ্রিড সাবস্টেশনের জন্য মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা থেকে নতুন একটি সিটি আনা হয়েছে। সেটি স্থাপন করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।
বিউবো নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান বলেন, গ্রিড সাবস্টেশনের সিটি পুড়ে যাওয়ার কারণে শহরে বিদ্যুৎ সরবরাহে সমস্যা মাধ্যমে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। পরে বিকল্প লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। এ কারণে শহরে লোডশেডিং বেড়ে যায়। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সিটি পুনঃস্থাপনের কাজ চলছে। সম্পাদনা: তারেক