মামুন আবু বকর,খাগড়াছড়ি : খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের সাপমারা এলাকায় যাত্রীবাহী বাস পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলেই চালকসহ ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক যাত্রী। নিহতরা হলেন, বাস চালক মো. সাহাবুদ্দিন, যাত্রী মোসলেহ্ উদ্দিন ও বন্দী চাকমা, অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি প্রায় ৩০০ ফুট পাহাড়ের গভীর খাদে পড়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ারসার্ভিস কর্মী, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের মধ্যে ১৭ জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে এবং ১৪ জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী। সম্পাদনা: তারেক