শেখ সোহরাব হোসেন, শ্যামনগর (সাতক্ষীরা) : দীর্ঘ দিন পর বাঘের উপস্থিতি জানান দিল। এক জেলে কে আক্রমণ করে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। গত ৩/৪ বছর ধরে সাতক্ষীরা রেঞ্জের আওতায় বাঘের কোন অস্তিত্ব ছিল না। এর আগে প্রতিদিন বাঘের আক্রমণে জেলের মৃত্যু বা আহতের খবর যেন ছিল উপকূলীয় এলাকাকার মানুষের কাছে সাধারণ একটি খবর।
এছাড়া বন ছেড়ে বাঘ উপকূলীয় এলাকায় প্রবেশ করতো নির্বিঘেœ। একারণে গ্রামবাসীর হাতে সুন্দরবনের একাধিক বাঘ ও মারা গেছে। উপকূলীয় এলাকা থাকতো বাঘ আতংকে। অনেক সময় সুন্দরবন সংলগ্ন গ্রামগুলোতে রাত জেগে পাহারা দিতে হতো। বাঘের থাবায় মারা গেছে এমন বাঘ বিধবা পরিবার রয়েছে শ্যামনগর জনপদে কয়েকশ পরিবার।
এদিকে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবন এলাকায় রায় মঙ্গল সংলগ্ন কাছিকাটা এলাকায় গত রোববার দুপুরে বাঘের আক্রমণে এক জেলে আহতের খবর পাওয়া গেছে। কোবাদক স্টেশনে কর্মকর্তা নুরুল আলম জানান, কয়রা উপজেলার সোহরাব গাজির পুত্র বনজীবী গোলাম বারি (৪১) রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন থেকে গত ১৪ সেপ্টেম্বর ওপাশ পারমিট নিয়ে তার সঙ্গিসহ মাছ ধরার সময় হঠাৎ একটি বাঘের থাবায় জেলে গোলাম বারী গুরুতর আহত হয়। এ সময় তার সাথে থাকা অন্য জেলেরা বাঘের কবল থেকে থাকে উদ্ধার করে। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা শোয়েব খান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে আহত গোলাম বারি বর্তমানে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। সম্পাদনা: তারেক