আহত মায়া হরিণটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে হস্তান্তর
স্বপন কুমার, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জের কুরমা বনাঞ্চল থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি মায়া হরিণ লোকালয়ে বেরিয়ে এসে লোকজনের হাতে ধরা পড়ে আহত হয়েছিল। বন বিভাগের লোকজন আহতাবস্থায় মায়া হরিণটিকে উদ্ধার করে আবার বেলা সাড়ে তিনটায় লাউয়াছড়া জাতীয় উদ্যাণ বণ্যপ্রাণী নিরাময় কেন্দ্রে হস্তান্তর করে।
কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কুরমা বনাঞ্চল থেকে প্রায় আড়াই ফুট উচ্চতার একটি হরিণ বেরিয়ে লোকালয়ে আসে। এসময় চাম্পারায় চা বাগানের শ্রমিকরা সাড়াশি অভিযান চালিয়ে হরিণটিকে ধরে ফেলে। তখন হরিণটি কিছুটা আহত হয়। এ খবর পেয়ে কুরমা বনিবট কর্মকর্তা চাম্পরায় চা বাগান থেকে হরিণটিকে উদ্ধার করে বিকাল সাড়ে তিনটায় চিকিৎসার জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্য প্রাণী নিরাময় কেন্দ্রে প্রেরণ করেন। রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা শেখর চৌধুরী আহত হরিণ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, যথা সময়ে বনকর্মীরা ঘটনাস্থলে না গেলে হরিণটিকে জবাই করে খেয়ে ফেলা হত। সম্পাদনা: তারেক