জয়পুরহাটে যুবকের লাশ উদ্ধার
মতলুব হোসেন, জয়পুরহাট : জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকার একটি ড্রেন থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় বুলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি কালাই উপজেলার হারুঞ্জা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ওই এলাকার দুটি বাড়ির মাঝের একটি ড্রেনের ভিতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। সম্পাদনা: তারেক