আশরাফ চৌধুরীরাজু, সিলেট : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সিলেট অফিসে আগত সেবা প্রার্থীরা তাদের কাছে সব সময় জিম্মি থাকেন। বিভিন্ন ভাবে বিভিন্ন কাজ করে দেয়ার নাম করে তারা হাতিয়ে নেন নিরীহ মানুষের মোট অংকের টাকা।বিআরটিএ’র কিছু কিছু অসৎ কর্মকর্তাকে হাত করে তারা কখনো কখনো কাজ করে দেন আর কখনো কখনো শুরু করেন নানা টালবাহানা।
প্রতারিত হন যানবাহনের মালিক-চালকরা।তারা ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহসহ সবকাজের উস্তাদ। তাদের কারণেই রাস্তায় অদক্ষ ড্রাইভারদের হাতে গাড়ীর স্টিয়ারিং আর ফিটনেস বিহীন গাড়ীর ছড়াছড়ি। ফলাফল, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল।
বিআরটিএ সিলেট অফিসে সক্রিয় শতাধিক দালাল। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এদের ৪ জনকে আটকের পর জেল-জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুল আলম ও অমিত চত্রবর্তী জরিমানা আদায়ক্রমে দু’জনকে ছেড়ে দেন এবং অন্য দু’জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সম্পাদনা: তারেক