সফিউল আলম সফি, আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী। অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বুধবার দিবাগত রাতে আক্কেলপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের আব্দুস ছাত্তার দেওয়ানের মেয়ে আক্কেলপুর বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী নয়ন তারা (১৪) কে (ছদ্মনাম) গোপনে বিয়ে দেয়ার জন্য পৌর এলাকার পশ্চিম আমট্র গ্রামের মোকছেদ আলীর ছেলে আসাদুল ইসলাম (২১) নামের এক যুবকের সাথে বিয়ের সকল প্রস্তুতি গ্রহণ করেন। এবং বিয়ে করার জন্য মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যান। রাতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মো. শাহনেওয়াজ পুলিশ পাঠিয়ে বর, বরের পিতা ও নাবালিকা বধূকে উদ্ধার করে। সম্পাদনা: তারেক