মোস্তাফিজার রহমান বাবলু, রংপুর : রংপুর অঞ্চলে অধিকাংশ তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবানী নেই। এমন অভিযোগ গণমাধ্যমকর্মীদের সামনে করেছেন এসিডির প্রকল্প সমন্বয়কারী এহসানুল আমিন ইমন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংস্থার আঞ্চলিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি আরও বলেন, প্রশাসনিকভাবে সংস্থার প্রতিনিধিরা সহযোগিতা না পাওয়ায় তামাকজাত পণ্য কোম্পানীগুলো ক্রমেই বেপরোয়া হয়ে যাচ্ছে। তিনি জানান, আইনে বর্ণিত নিয়ম অনুসারে মোড়কের উভয় পাশের অর্ধেক স্থানজুড়ে সচিত্র সতর্কীকরণ থাকার বিধান থাকলেও তা লঙ্ঘিত হচ্ছে। সম্পাদনা: তারেক