পরাগ মাঝি: অর্থমন্ত্রী ও আরও কয়েকজনের কূটকৌশলের কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন ড. আতিউর রহমান। গতকাল বৃহস্পতিবার নতুন টেলিভিশন চ্যানেল ডিবিসির একটি টকশোতে সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহীম খালেদ এ মন্তব্য করেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল প্রকাশিত হওয়ার কথা থাকলেও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এটি প্রকাশ হচ্ছে না বলে আগের দিনই বিবৃতি দিয়েছিলেন। রিজার্ভ চুরি ঠেকাতে না পারা ও এ সংক্রান্ত দায় নিয়ে গত ১৫ মার্চ ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে তার এই বিদায় শুধু রিজার্ভ চুরি ঠেকাতে না পারার ব্যার্থতা নয় বরং অর্থমন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত আমলাতান্ত্রিক রাজনীতিরও শিকার ছিলেন তিনি- এমন আভাসই পাওয়া গেছে টকশোতে ইব্রাহীম খালেদের আলোচনায়। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম