মমিনুল ইসলাম : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বেসামরিক জনগণের বিরুদ্ধে ভারতের সংঘটিত নৃশংতার বিস্তারিত দলিলগুচ্ছ জাতিসংঘ মহাসচিবের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জাতিসংঘ প্রধান বান কি মুনের হাতে এসব তুলে দেন। ডন
নওয়াজ কাশ্মীরি জনগণের সঙ্কটাপন্ন অবস্থার বিষয়টি মুনকে জানান। গত ৮ জুলাই সেখানকার হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি ভারতীয় বাহিনীর হাতে খুন হয়। এর প্রতিবাদে ছড়িয়ে পড়া টানা সহিংস আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। কাশ্মীরে বারবার কারফিউ জারি সত্ত্বেও সেখানে ভারতীয় বাহিনীর সঙ্গে সাধারণ জনগণের সংঘর্ষ চলছে। গত ৭৪ দিনে শতাধিক নিহত হয়েছেন, আহত কয়েক হাজার।
নওয়াজ বলেন, সেখানে নির্বিচারে ছররা গুলি ব্যবহার করা হচ্ছে। যার ফলে নারী ও শিশুসহ শত শত মানুষ অন্ধ হয়ে গেছে। এটা ভারতীয় নিরাপত্তা বাহিনীর বর্বর মানসিকতার প্রতিফলন।
নওয়াজ আরো বলেন, ভারত বারবার কারফিউ জারি, কাশ্মীরি নেতাদের কারারুদ্ধ করার মতো আগ্রাসী পদক্ষেপ অব্যাহত রেখেছে। আহতদের চিকিৎসার সুযোগ দিতে অস্বীকৃতি জানানো হচ্ছে। বিশেষত ছররা বন্দুকের গুলিতে আহত ও আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না।
বান কি মুনকে দেয়া হয়েছে জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর বন্দুকের ছররা গুলিতে ভুক্তভোগী কাশ্মীরিদের ছবি। এসব ছবি দেখে মর্মাহত হয়েছেন জাতিসংঘ মহাসচিব।
কাশ্মীর বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাবনা রয়েছে তা ভারতকে মানাতে অবশ্যই আহবান জানানোর বিষয়ে গুরুত্বারোপ করেন নওয়াজ। এছাড়া বিচার বহির্ভূত হত্যাকা-ের ঘটনায় একটি ন্বাধীন তদন্ত, জম্মু-কাশ্মীরে জাতিসংঘের সত্যানুসন্ধানী দল পাঠানোর দাবি পুনরায় ব্যক্ত করেন তিনি।
কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে দৃঢ় ও সমর্থনমূলক বিবৃতি দেওয়ার জন্য জাতিসংঘ প্রধানকে ধন্যবাদ জানান নওয়াজ। নিউইয়র্কে জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার পর বান কি মুনের সঙ্গে এ বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী।
সম্পাদনা: আবু সাইদ