মামুন খান: রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরী ওরফে আব্দুর করিমের ১৪ বছরের ছেলে তাহরিম কাদেরী ওরফে রাসেল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাহরিম কাদেরী স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করতে সম্মত হওয়ায় তাকে আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ আহসান হাবীবের আদালতে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ সুপার আহসানুল হক। এরপর তাহরিম কাদেরীর জবানবন্দি রেকর্ড করা হয়।
গত ১৮ সেপ্টেম্বর ঢাকার শিশু আদালতের বিচারক রুহুল আমিন তাহরিম কাদেরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সম্পাদনা: রিকু আমির