জাফর আহমদ: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, লক্ষ্যের চার বছর আগেই দেশ ল্যাপটপ উৎপাদন শুরু করলো। আমরা লক্ষ্যস্থির করেছিলাম ২০২১ সালে দেশে কম্পিউটার উৎপাদন ও রপ্তানি হবে। কিন্তু ওয়ালটনের ল্যাপটপ বাজারজাতকরণের মধ্য দিয়ে চার বছর আগেই আমরা সে যাত্রা শুরু করলাম। খুব শিগগিই আমরা ল্যাপটপ রপ্তানিও করব।
গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ওয়ালটন-এর ল্যাপটপের বাজারজাত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আইসিটিতে সাফল্যের স্মারক পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে মোবারক বাদ জানান। ওয়ালটন গ্রুপের ব্যস্থাপনা পরিচালক এসএম শামসুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বেসিস-এর সভাপতি মোস্তফা জব্বার, ওয়ালটনের পরিচালক এসএম রেজাউল আলম, ইনটেল কর্পোরেশনর কান্ট্রি ম্যানেজার জিয়া মঞ্জুর, মাইক্রোসফট প্রতিনিধি পুবুদো বাসনায়েকে প্রমুখ।
অর্থমন্ত্রী বলেন, দেশে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার দেরিতে শুরু হয়েছিল। কিন্তু প্রসার দ্রুত হচ্ছে এবং এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিশ্রুতি ও ঐকান্তিক চেষ্টার ফলে। ওয়ালটনের ল্যাপটপ বাজারজাতকরণের মধ্য দিয়ে বাংলাদেশ ডিজিটাল বিপ্লবের পথে আরও একধাপ এগুলো বলেও তিনি উল্লেখ করন।
জুনায়েদ আহমেদ পলক বলেন, দেশে দেশে কম্পিউটার হার্ডওয়্যারের পাঁচ হাজার কোটি টাকার বাজার রয়েছে। প্রতিবছর এ টাকা বাইরে চলে যাচ্ছে। ওয়ালটন যে যাত্রা শুরু করলো দেশের অর্ধেক কম্পিউটার উৎপাদিত কম্পিউটার দিয়ে চাহিদা মেটাতে পারলে দুই থেকে তিন হাজার কোটি টাকা দেশে রাখা সম্ভব হবে। পাশাপাশি দেশে কর্মসংস্থান বাড়বে। ফ্রিল্যান্সারদের ঋণ দিয়ে উদ্যোক্তা বানাবেন বলেও তিনি উল্লেখ করেন।
হার্ডওয়ার ও সফটওয়্যার রপ্তানিতে নগদ প্রণোদনা চান মোস্তফা জব্বার। তিনি বলেন, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো দেশি প্রতিষ্ঠানের কাছ থেকে সফটওয়্যার নিলে ১০ ভাগের এক ভাগ দামে একই মানের সফটওয়্যার দিবে। বিদেশি কোম্পানি দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিজিটাইজেশন করার কারণে রাজস্ব বোর্ড ও পাশপোর্ট অফিস জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেন। দেশি পণ্য বাজারজাতকরণে সহযোগিতা চান ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম শামসুল আলম। তিনি বলেন, সরকার এবং গ্রাহকরা দেশি পণ্যের দিকে ঝুঁকলে একদিকে কর্মসংস্থান বাড়বে। অন্যদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
ল্যাপটপ উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি মানের ল্যাপটপ উৎপাদন করছে তারা। পাশাপাশি ছাত্রদের সহজ শর্তে, দীর্ঘমেয়াদি কিস্তিতে কম্পিউটার দেবে। এ মুহূর্তে চারটি সিরিজের ২০টি মডেলের ল্যাপটপ বাজারে ছাড়া হচ্ছে। সর্বনিম্ন দাম হবে ২৯ হাজার টাকা। সর্বোচ্চ দাম হবে ৯৫ হাহজার ৫০০ টাকা। সম্পাদনা: সুমন ইসলাম