প্রকাশের সময় : September 25, 2016, 12:00 am
আপডেট সময় : September 24, 2016 at 11:43 pm
বৃষ্টি রানী
মাগো তোমার এই ছেলেরা
গড়লো কিসে বলো
কারা ওদের হাতে ত্রাসের
অস্ত্র তুলে দিলো ।।
ওদের ভয়ে বন্ধ ঘরে
নীরবেই প্রাণ কাঁদে
জীবন এখন দুর্বিষহ
মরছে ত্রাসের ফাঁদে ।।
মানুষ হবে কবে
অন্ধকারে খুনের নেশায়
আর কতকাল রবে !!
প্রভুর কাছে দু’হাত তুলি
দেখাও পথের দিশা
সূর্য ছেলে হয়ে ওরা
ভাঙ্গুক অমানিশা ।।
মানবতার ধর্মটাকেই
আগলে রাখুক বুকে
অস্ত্র ফেলে মানব সেবায়
গড়ুক জীবনটাকে ।।
অপরাধের অগ্নি দাহে
জ্বালাও ওদের মন
অনুতাপের অশ্রু জলে
শুদ্ধ হোক জীবন ।।
তবেই হবে খাঁটি
অন্ধকারে জ্বলবে আলো
হাসবে সোনার মাটি ।।