ক্লেমেন্ট লিংকন গোমেজ
দয়ার বিশেষ জুবিলী বর্ষে চট্টগ্রাম ক্যাথিড্রাল ধর্মপল্লীর পবিত্র জপমালা রাণীর গীর্জাকে তীর্থস্থানরূপে ঘোষণা করা হয় ২০ নভেম্বর ২০১৫ তারিখে। নীরবতার সহিত খ্রিস্টভক্তগণ প্রার্থনা করবেÑ এ উদ্দেশ্যেই তীর্থস্থান ঘোষণা করা হয় যা আগামী ২০ অক্টোবর ২০১৬ পর্যন্ত চলমান থাকবে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ধর্মপ্রদেশের ক্যাথিড্রাল ধর্মপল্লীতে বিগত ২৬ আগস্ট ২০১৬ তারিখে ৪(খ) নং সাধু যোসেফ ওয়ার্ড এবং ২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ২ নং সাধ্বী তেরেজা ওয়াডের খ্রিস্টভক্তদের নিয়ে তীর্থযাত্রার আয়োজন করা হয়।
বিশপ মজেস কস্তা, সিএসসি তীর্থযাত্রা পরিচালনা করেন। বিশপ মহোদয় বলেন, “তীর্থযাত্রা হলো বিশ্বাস, সত্য, অনুতাপ ও ক্ষমা। বর্তমানে দেখা যায় তীর্থস্থান ব্যবসার একটা রমরমা অবস্থা। এ ধরনের কার্যক্রম তীর্থযাত্রার পবিত্রতা নষ্ট করে। মানুষের মনযোগ ভিন্ন দিকে প্রবাহিত করে। প্রার্থনা ও নীরবতা নষ্ট করে। আমাদের এগুলো পরিহার করা উচিত”।
উপদেশ শেষে অনুধ্যান, শোভাযাত্রা, পুন্যদ্বার দিয়ে গির্জায় প্রবেশ, আরাধনা, পাপস্বীকার ও খ্রিস্টযোগের মধ্য দিয়ে তীর্থযাত্রা শেষ হয়। তীর্থযাত্রায় আরও অংশগ্রহণ করেন, ফঃ গর্ডেন ডায়েস-ভিকার জেনারেল, চট্টগ্রাম ডায়োসিস এবং ফাঃ রিগান ডি. কস্তা- সহকারী পাল-পুরোহিত, ক্যাথিড্রাল। উল্লেখ্য যে, ক্যাথিড্রাল ধর্মপল্লীর প্রতিটি ওয়ার্ডেই এ বিশেষ তীর্থযাত্রা অনুষ্ঠিত হবে।