ম্যাক্ডোনাল্ড মিঠুন বৈরাগী
“লাভ অব্ গড” বাংলাদেশের একটি খ্রিস্টিয়ান রক ব্যান্ড। এই ব্যান্ডটি প্রতিষ্ঠা পায় ১ জানুয়ারি ২০০০ সালে। এটি ঢাকার একটি জনপ্রিয় খ্রিস্টিয়ান রক ব্যান্ড। এ ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হচ্ছেন মি. গডফ্রে অধিকারী কিন্। ব্যান্ডটি যখন শুরু হয়, তখন তারা কিছু যুবক ভাই ও বন্ধুরা মিলে, যারা কিনা গোপালগঞ্জের জলিরপাড় গ্রামের এস.ডি.এ মিশনের ছাত্র ছিলেন। কয়েক বছর তারা ঢাকার বিভিন্ন গির্জায় পারফরমেন্স করে। পরবর্তীতে ২০০৮ সালের ডিসেম্বর মাসে তারা পুনুরায় শুরু করে। “লাভ অব্ গড” ব্যান্ডের ৫ জন সদস্য মিঠুন, পঙ্কজ, গডফ্রে অধিকারী কিন, নিশির ও প্রদীপ। এখন পর্যন্ত তারা ঈশ্বরের ভালবাসায় একাত্ম হয়ে আছেন। ব্যান্ডের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে তারা নতুন গান লিখতে পছন্দ করে, এবং এই সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের ভালবাসার মহিমা ও প্রসংশা প্রচার করতে পছন্দ করে “লাভ অব গড” ব্যান্ডের প্রধান প্রসঙ্গের বিষয় হচ্ছে, তারা ঈশ্বরের বাক্য শোনা ও তাকে ভালবাসা এবং নিজের প্রতিবেশীকে নিজের পরিবরের লোকের মত ভালবাসার মাধ্যমে ঈশ্বরের ভালবাসা প্রকাশ করা।