ইস্রায়েলরা সিনাই নামে এক মহা পর্বতের কাছে এলো। সেখানে ঈশা মসীহকে বললেন, “যাও, লোকদের পবিত্র কর। তাদের বল, যেন তারা তাদের কাপড়-চোপড় পরিষ্কার করে প্রস্তুত থাকে, কারণ আমি কথা বলার জন্য পর্বতে নেমে আসব।” তিনদিন পর সকালে বিদ্যুৎ ও বজ্রপাতে পর্বতটা কেঁপে উঠল এবং ঘন মেঘে পর্বতটা ঢেকে গেল। ঈশ্বর পর্বতের উপর নেমে এলেন এবং দশ আজ্ঞা বললেন।
১। আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না।
এর মানে হলো : অন্য যে কোনো কিছুর চেয়ে আমার ঈশ্বরকে ভালবাসবে।
২। পূজার উদ্দেশ্যে তোমরা কোনো খোদিত মূর্তি তৈরি করবে না কিংবা তাদের কাছে মাথা নোয়াবে না।
এর মানে হলো : সোনা, রুপা, কাঠ কিংবা পাথরে খোদিত মূর্তি কাউকে রক্ষা করতে পারে না। স্বর্গের ঈশ্বর নিজ গৌরবে রক্ষা করেন এবং তিনি সত্য ঈশর।
৩। কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের সদাপ্রভু ঈশ্বরের নাম নেবে না।
এর মানে হলো : ঈশ্বরের নাম পবিত্র, সুতরাং ঈশ্বর কিংবা মানুষের সাথে যখন তাঁর সম্পর্কে কথা বলবে তখন ভক্তির সাথে বলবে।
৪। বিশ্রামবার পবিত্র করে রাখবে এবং তা পালন করবে।
এর মানে হলো : ঈশ্বরের উপাসনা করবে এবং সকল অপ্রয়োজনীয় কাজ থেকে বিশ্রাম নেবে।
৫। তোমাদের পিতামাতাকে সম্মান করে চলবে।
এর মানে হলো : ভালবাসাপূর্ণ অন্তর দিয়ে তোমাদের পিতামাতার বাধ্য হবে।
৬। খুন কোরো না।
৭। জেনা কোরো না।
এর মানে হলো : কোনো স্বামী তাঁর স্ত্রীকে ত্যাগ করে অন্য স্ত্রীলোকের সাথে থাকবে না এবং কোনো স্ত্রী তার স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের সাথে থাকবে না। নিজেকে পবিত্র রাখবে।
৮। চুরি কোরো না।
৯। কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষি দিয়ো না।
এর মানে হলো : অন্যদের বিষয়ে কখনো মিথ্যা বলো না।
১০। অন্যের কোনো কিছুর উপর লোভ কোরো না।
এর মানে হলো : অন্যদের কোনো বস্তু পাওয়ার ইচ্ছা বা আকাক্সক্ষা পোষণ করা আমাদের উচিত নয়।