এম রবিউল্লাহ, মমিনুল : কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে জুতা ছুড়ে মারার ঘটনা ঘটেছে। সোমবার উত্তরপ্রদেশের সিতাপুরে গান্ধীর এক রোডশোতে এ ঘটনা ঘটে। তবে অল্পের জন্য জুতার আঘাত থেকে বেঁচে গেছেন তিনি। হামলাকারী নিজেকে একজন সাংবাদিক বলে দাবি করেছেন। তাকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় বিজেপি ও আরএসএসকে দায়ী করেছেন এ কংগ্রেস নেতা। পরে এক সমাবেশে দল দুটির উদ্দেশ্যে তিনি বলেছেন, সফররত অবস্থায় গাড়িতে আমার দিকে জুতা ছুড়ে মারা হয়েছে। কিন্তু এটা আমাকে আঘাত করেনি। আমি বিজেপি ও আরএসএসকে বলতে চাই, আপনারা আমার দিকে অনেক অনেক জুতা ছুড়ে মেরেছেন। তবুও আমি পিছু হটিনি। আমি এতে ভীত নই। আমি ভালবাসা ও সম্প্রীতি অব্যাহত রাখব। আর আপনারা ঘৃণা ছড়ানো অব্যাহত রাখবেন।’
এনডিটিভির খবরে বলা হয়, আজ গান্ধীর পূর্ব নির্ধারিত রোডশো ‘কৃষাণ যাত্রা’ ছিল সিতাপুরে। শহরের একটি রোডে উন্মুক্ত একটি উঁচু গাড়িতে চড়েছিলেন তিনি। সেই সময় ভিড়ের মধ্য থেকে হঠাৎ একজন জুতা ছুঁড়ে মারেন রাহুল গান্ধীকে। জুতাটিকে নিজের দিকে আসতেও দেখেন তিনি।
যদিও জুতাটি রাহুল গান্ধীর গায়ে আঘাত করেনি। ওটা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পেছনে থাকা এক ব্যক্তির গায়ে আঘাত করে। ওই ব্যক্তি জিতিন প্রসাদ বলে জানা যায়।
এ ঘটনার পর পুলিশ ধরে ফেলে জুতা নিক্ষেপকারীকে। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, যে জুতা ছুঁড়ে মেরেছে তার নাম হরি ওম মিশ্র। সে স্থানীয় এক সাংবাদিক। তার আর কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
পরবর্তীতে গান্ধী বলেছেন, বিজেপি-আরএসএস ঘৃণা ছড়াচ্ছে। কিন্তু কংগ্রেস ও আমি ভালবাসা ছড়াচ্ছি। আমরা এটাকে আরও জোরদার করব।
পুলিশ ভ্যানে তুলে নেওয়ার সময় ওই সাংবাদিককে বলেন, কংগ্রেস গত ষাট বছরে দেশকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। আমি দুবছর ধরে সাংবাদিকতা করে আসছি। আমি জানি তারা ক্ষমতায় থাকার সময় কি করেছে?
৪৫ বছর বয়সী গান্ধী কৃষকদের অধিকার নিয়ে দীর্ঘ মাসব্যাপী ‘কৃষাণ যাত্রা’ কর্মসূচি পালন করে আসছেন। ইতোমধ্যে তিনি ২,২০০ কিলেমিটার যাত্রা সম্পন্ন করেছেন। কর্মসূচির দুই সপ্তাহ অতিবাহিত হয়েছে। সম্পাদনা : পরাগ মাঝি