সজল সরকার : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্রেটিক পার্টির নেতা হিলারি ক্লিনটন নির্বাচনি প্রচারণায় এখন পর্যন্ত জনপ্রিয় নেত্রী হিসাবেই বিবেচিত হচ্ছেন। তবে সাবেক ফার্স্ট লেডি হিলারির বেশকিছু গোপন কাহিনি হয়ত অনেককেই চমকে দিতে পারে। নিম্নে হিলারির কিছু গোপন তথ্য দেওয়া হলোঃ
ক্লিনটন ফাউন্ডেশন
ক্লিনটন পরিবারের সদস্য হিসাবে মানবতার সেবায় নিয়োজিত সংস্থা ‘ক্লিনটন ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত করেছেন হিলারি ও ক্লিনটন মিলেই। তবে এ সেবা সংস্থার নামে যে অর্থ রয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। সৌদি আরব, কাতার, বাহরাইন ও আলজেরিয়ার মতো দেশ যারা ধর্মীয়, বর্ণবাদ ও সমকামী বিষয়ে কট্টর তাদের কাছ থেকে ক্লিনটন ফাউন্ডেশন নির্দ্বিধায় অর্থ গ্রহণ করেছে। এসব দেশ কোনো না কোনো স্বার্থের প্রয়োজনে ক্লিনটন ফাউন্ডেশনে অর্থ দান করেছে।
ক্ষমতার অপব্যবহার
১৯৯৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বিল ক্লিনটন হোয়াইট হাউসে ঢোকার পর সেখানে নিয়োজিত নিরাপত্তা কর্মকর্তা বিলি ডেল ও তার দলকে অযোগ্য বলে দায়ী করেন হিলারি। হোয়াইট হাউসে আরও ১০টি পদে নিয়োগ করা হয় যারা বিল ক্লিনটনের নির্বাচনি কাজে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে অবশ্য এসব কথা অস্বীকার করেন হিলারি।
বন্ধুর কোম্পানিতে অর্থ দান
হিলারি ‘ক্লিনটন ফাউন্ডেশন’ থেকে প্রায় ২ মিলিয়ন ডলার এনার্জি পাইওনিয়ার সল্যুশন নামের এক কোম্পানিতে বিনিয়োগ করেন। খোঁজ নিয়ে দেখা যায় ওই কোম্পানির মালিক হিলারি ক্লিনটনের খুব ভালো বন্ধু। তবে হিলারি এ অর্থ বিনিয়োগকে বিধিসম্মত বলেই উল্লেখ করেছেন।
শিশু ধর্ষককে রক্ষা
১৯৭৫ সালে একটি কোম্পানির আইনজীবী হিসাবে নিয়োজিত ছিলেন হিলারি। সে সময় ঐ কোম্পানির ৪১ বছর বয়স্ক এক কর্মী মাত্র ১২ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণ করেন। হিলারি সে সময় ওই ধর্ষকের পক্ষে আদালতে লড়েছিলেন এবং এতে করে ওই ধর্ষক ছাড়া পেয়ে যান।
সূত্রঃ লিস্টভার্স