ইসমাঈল হুসাইন ইমু : মতিঝিলের এজিবি কলোনিতে যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রেজভী আহমেদ বাবু হত্যাকা-ের ঘটনায় মারুফ রেজা সাগরসহ ৫ আসামির দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার সকালে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্ত সূত্রে জানা গেছে, রেজভী আহমেদ বাবুর মৃত্যুর পর তার বাবা আবুল কালাম গত ১৭ সেপ্টেম্বর মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ২৩)। তিনি এই মামলায় হিরকসহ ৬ জনকে আসামি করেন।
তদন্ত সূত্র আরও জানায়, চাঞ্চল্যকর এই হত্যা মামলা দায়েরের পর নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের এসি জুয়েল রানা এর তদারক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এই মামলার তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে সন্ত্রাসী মারুফ রেজা সাগরকে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদে এই হত্যাকা-ের জট খুলতে থাকে। হত্যাকা-ে সংশ্লিষ্ট সাগরের সহযোগী শেখ আবু মাহামুদ (৩৫), তাহযীব আহম্মেদ শাবাব (২৯), নাসির উদ্দিন (৩৩), আসিফ মোসারফ অন্তুকে (২৪) আটক করে গতকাল আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়।
এ বিষয়ে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর ফারুক জানান, মতিঝিলের রেজভী আহমেদ বাবু হত্যাকা-ের রহস্য উদঘাটিত হতে চলেছে।
গত ১৬ সেপ্টেম্বর রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির সামনের গেটে দাঁড়িয়ে থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বাবু। আহত হন তার বন্ধু ইমন। সম্পাদনা : রিকু আমির