এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালীতে বিপুল পরিমাণ জিহাদী বইসহ ৫ নারীকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের ছমদ আলীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে শিবিরের বোয়ালখালী শহর সাথী শাখার একটি ব্যানার এবং ৫টি মোবাইলও উদ্ধার করা হয়। খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একে.এম.এমরান ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সম্পাদনা : এস এম নূর মোহাম্মদ