আরিফুর রহমান : রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে ইউনেস্কোর বক্তব্যকে সমর্থন জানিয়েছে জাতিসংঘ। নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান, জাতিসংঘ মহাসচিবের সহকারী মুখপাত্র ফারহান হক। সুত্র: চ্যানেল টোয়েন্টিফোর.
বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে, রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে সম্প্রতি উদ্বেগ জানায় ইউনেস্কো। সংস্থাটির দাবি, এই বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের পাশাপাশি হুমকিতে ফেলবে স্থানীয়দের জীবনযাত্রা। বদলে যাবে পুরো এলাকার চিত্র, যা পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। ইউনেস্কোর এই প্রতিবেদনে পূর্ণ সমর্থন জানায় জাতিসংঘ।
এদিকে সরকার জানিয়েছে, আগামী সপ্তাহে ইউনেস্কোর প্রতিবেদনের জবাব দে য়া হবে। সম্পাদনা : পরাগ মাঝি